।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে নৌকা বাইচ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক “অহংকারের পতন” পরিবেশিত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ধামশ্রেণী ইউনিয়নের সোবান বাজার সংলগ্ন সবু মিয়ার আম বাগানে সামাজিক সংগঠন রংধনুর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম।
ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান সুজনের সার্বিক তত্ত্বাবধানে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি এম শফিক পঞ্চুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য সাজাদুর রহমান তালুকদার সাজু। বক্তব্যে তিনি বলেন, যুবসমাজ হল একটি সমাজের চালিকাশক্তি, সমাজ পরিবর্তনে ভূমিকা রাখতে হলে যুবসমাজকে দক্ষ ও যোগ্য করে তুলতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, ইউপি সদস্য শরীফ মিয়া, জাহাঙ্গীর আলম, মিন্টু মিয়া প্রমুখ।
উল্লেখ্য, আলোচনা সভার পূর্বে দক্ষিণ নাওড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান ও পরিবারের সকল শহীদদের স্মরণে এলাকার ৫০০ জন মানুষের সহযোগিতায় বিশাল একটি বাইচ নৌকা তৈরি করা হয়। ১৩১ জন যুবক বৈঠা হাতে বাইচ নৌকাটির মাধ্যমে খেলায় অংশগ্রহণ করে।
//নিউজ//উলিপুর//মালেক/সেপ্টেম্বর/১২/২৩